ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
শিরোনাম

রাজধানীতে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় আহত

IMG
26 May 2023, 2:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে হামলার অভিযোগ উঠেছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। এসময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপির এ জনসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সকাল থেকেই সতর্ক অবস্থানে দেখা গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিঞ্জিরায় এ সমাবেশ চলছে। বেলা ১১টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিরোধীদলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ করছে বিএনপি।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন