ঢাকা      শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ধানের বাম্পার ফলন হওযায় বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

IMG
28 May 2023, 4:07 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা যেভাবে ধান উৎপাদন করেছেন, তাতে দেশে খাদ্য উদ্বৃত্ত হবে এবং বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে। আমদানি করার প্রয়োজন হবে না। এজন্য দেশে দুর্ভিক্ষের কোন কারণ নেই। আজ রোববার (২৮ মে) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ হল রুমে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সকল ব্যবসায়ী সৎ নয়। সুযোগ পেলেই কেউ কেউ পাইকারি থেকে খুচরা পর্যায়ে কেজিতে ৫-২০ টাকা পর্যন্ত লাভ করতে চায়। এক সময় এক টাকা লাভ হলে ব্যাবসায়ীরা সন্তুষ্ট থাকতেন। এখানেই আমাদের কিছুটা ঘাটতি রয়েছে। এসব বিষয়ে খাদ্য বিভাগ কাজ করছে।

সাধন চন্দ্র মজমুদার বলেন, কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। অথচ বিএনপি আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলো। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। পোরশার উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন