ঢাকা      মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বাঁশি বাজিয়ে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

IMG
04 June 2023, 12:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অপেক্ষার পালা শেষ। চিলাহাটি-ঢাকা রেলপথে আরও একটি নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাঁশি বাজিয়ে এবং সবুজ পতাকা উড্ডয়ন করে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন তিনি।

২০০৭ সালে সৈয়দপুর-ঢাকা ক্যান্টনমেন্ট পথে প্রথমবারের মতো একটি আন্তঃনগর ট্রেন চালু হয়, যার নাম ‘নীলসাগর এক্সপ্রেস’। চিলাহাটি এক্সপ্রেসটি হচ্ছে নীলসাগরের ২য় র‌্যাক (বহর)। ১১টি কোচ দিয়ে সাজানো হয়েছে এটি।

আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকেল সোয়া ৩টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। পরে বিকেল সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় এটি চিলাহাটি পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। সপ্তাহের বাকি ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন