ঢাকা      বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

পরিবেশ বিপর্যয় ঠেকানো না গেলে জবাবদিহি করতে হবে: তথ্যমন্ত্রী

IMG
05 June 2023, 2:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশকে সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ রোধ এবং নদী রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে এক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রয়াসে পরিবেশ বিপর্যয় না ঠেকানো গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন তিনি।

গত এক দশকে দেশে বনভূমি ও বৃক্ষ আচ্ছাদিত বন বেড়েছে বলে দাবি করেন ড. হাছান মাহমুদ।

সরকারকে পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগের তুলনায় কৃষিজমি বাড়েনি বরং কমেছে। রাস্তা সংস্কারের কারণেও কৃষিজমি নষ্ট হয়েছে। তবুও শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি আমরা। জনসংখ্যাবহুল এ দেশে জমি কম হলেও ধান-মাছ ও সবজি উৎপাদনে আমাদের বিশ্ব রেকর্ড রয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রতিনিয়ত এ দেশে রয়েছে। এতে জনসংখ্যাবহুল দেশে পরিবেশ সংরক্ষণ একটি দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে প্লাস্টিক দূষণ। সবাই সতর্ক ও সচেতন না হলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেন মন্ত্রী।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন