ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

এশিয়া সফরের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা

IMG
05 June 2023, 5:37 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সেপ্টেম্বরে শুরু হবে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের খেলা। তার আগে চলতি মাসেই এশিয়ার দুই দেশে প্রীতি ম্যাচ খেলতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে আঘাত হেনেছে ইনজুরি।

আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ২৭ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্ক্যালোনি। ইউরোপের ফুটবল লিগগুলোর শেষ রাউন্ডের খেলা শেষ হলেই খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করবেন এই কোচ।

তবে তার আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরিতে পড়েছেন সেভিয়ায় খেলা রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল। রোববার (৪ জুন) লা লিগার শেষ রাউন্ডের খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই পেশিতে চোট পান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা নিলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।

কদিন আগেই ইউরোপা লিগের ফাইনালে টাইব্রেকারে রোমাকে হারানোর পথে শেষ শটটি নিয়েছিলেন তিনি। রোমাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতে নেয় সেভিয়া।

মন্টিয়েলের ইনজুরি ঠিক কতটা মারাত্মক তা এখনও জানা যায়নি। পরীক্ষানিরীক্ষার পরেই জানা যাবে, ঠিক কতদিন লাগবে তার মাঠে ফিরতে।

কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন এই রাইটব্যাক। ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে জয়সূচক শটটি তিনিই নিয়েছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন