ঢাকা      বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

আমি রিয়ালে থেকেই ফুটবলকে বিদায় বলতে চেয়েছিলাম: বেনজেমা

IMG
06 June 2023, 5:57 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রিয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম খেলোয়াড়ের একজন করিম বেনজেমা। ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে আগামী মৌসুমে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন এই ফরাসি কিংবদন্তি। তার বিদায়ে লস ব্লাঙ্কোরা ভীষণভাবে হতাশ। ক্লাব ছাড়ার মুহূর্তে আবেগতাড়িত হয়ে পড়েছেন বেনজেমা নিজেও। এই ক্লাবে খেলেই যে হয়েছেন বিশ্বসেরাদের একজন, জিতেছেন অসংখ্য শিরোপা।

আরও এক মৌসুম সান্তিয়াগো বের্নাব্যুতে বেনজেমার থাকাটা নিশ্চিতই ছিল। ফর্মও আহামরি খারাপ ছিল না। রিয়ালেরও বেনজেমার বিকল্প খোঁজা নিয়ে ছিল না তাড়াহুড়া। কিন্তু মরুভূমি থেকে আসা ঝড়ে ভেঙেছে রিয়ালের ঘর। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের বিশাল অঙ্কের প্রস্তাবে রাজি হয়ে মাদ্রিদ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন ৩৫ বছর বয়সী বেনজেমা।

তিন বছরের জন্য ২৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করছেন বেনজেমা। তার আগে মঙ্গলবার (৬ জুন) তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন সকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা তারকার জন্য আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে বেনজেমা জানান, রিয়াল মাদ্রিদ থেকেই তার অবসরের পরিকল্পনা ছিল। তবে হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাকে।

তিনি বলেন, 'এটা সত্যিই বেদনার, এটা সহজ ছিল না। আমি সত্যিই এখানে থেকেই বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু অনেকসময় লক্ষ্যটা বদলে যায়।'

তিনি যোগ করেন, 'আমি সবসময় মাদ্রিদের খেলা দেখব এবং সবসময় রিয়াল মাদ্রিদকে সমর্থন করব, বিশ্বের সেরা ক্লাব। রিয়াল মাদ্রিদ সবসময় আমার পরিবার হয়েই থাকবে।'

কিংবদন্তি ফরাসি চোখ বন্ধ করে বলেন, 'আমি প্রথমদিনের মতোই বলতে চাই, এক দুই, তিন.........আলা মাদ্রিদ!' এরপর বক্তব্য শেষ করেন তিনি।

বেনজেমার কথা শেষ হলে মঞ্চে ওঠেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি বলেন, 'প্রিয় করিম, ১৪ বছর আগে তুমি মাদ্রিদে এসেছিলে এবং তুমি সর্বকালের সেরাদের একজন হয়েছ। তুমি এই ক্লাবের অন্যতম প্রতীকে পরিণত হয়েছ, আমাদের শ্রেষ্ঠ কিংবদন্তিদের একজন।'

তিনি আরও বলেন, 'আজকের দিনটি আমার জন্য খুব কঠিন। তোমাকে বুঝতে অনেকের একটু বেশি সময় লেগে গেছে, কিন্তু তুমি সবসময় একজন ভিন্ন ধরনের খেলোয়াড় ছিলে। বেনজেমা গোটা দুনিয়ার ভালোবাসা নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছে। তুমি অনন্য একজন।'


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন