ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

IMG
10 June 2023, 5:01 PM

ভোলা, বাংলাদেশ গ্লোবাল: ভোলার লালমোহন উপজেলায় স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ জুন) সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভোলার জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলার উদ্বোধক ছিলেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

ভোলার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৩টি স্টল দিয়ে সাজানো হয়েছে এই মেলা। এখানে তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইনে দক্ষরা সরাসরি চাকুরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ই-কমার্স ও ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনাও পাওয়া যাবে দিনব্যাপী এই মেলায়।

সর্বোপরি স্মার্ট কর্মসংস্থান মেলা এই অঞ্চলের বেকারত্ব দূর ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। অনুষ্ঠানে ৩০ জন নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

এর আগে, জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ফারজানা চৌধুরী রত্না ও ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন