ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রতিবন্ধী সন্তানের পেনশন বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

IMG
24 July 2023, 9:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রতিবন্ধী সন্তানের পেনশন বাতিলের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ (ডিজি) আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।

এর আগে পানি উন্নয়ন বোর্ডের গত ১৪ জুনের জারি করা আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন ফরিদপুর সদর উপজেলার প্রতিবন্ধী মো. শাহজাহান মিয়া। আদালতে এটি ফাইল করেন অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।

রুল জারির পর আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া ঢাকা মেইলকে বলেন, প্রতিবন্ধী মো. শাহজাহান মিয়ার বাবা পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক ছিলেন। চাকরি শেষে তিনি অবসরে যান ও পেনশন সুবিধা ভোগকালীন ২০২০ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন। চলতি বছরের ২২ মার্চ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতিবন্ধী সন্তান হিসেবে মো. শাহজাহান মিয়া ও তার সৎ মাতা সুফিয়া বেগমকে পেনশন সুবিধা অনুমোদন করেন।

তবে কোনো ধরনের নোটিশ ব্যতীত ও আইনের লঙ্ঘন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিগত ১৪ জুন প্রাপ্ত পেনশন সুবিধা বাতিল করেন। যার প্রেক্ষিতে প্রতিবন্ধী মো. শাহজাহান মিয়া রিট পিটিশনটি দায়ের করেন বলে জানিয়েছেন এই আইনজীবী।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন