ঢাকা      সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ির দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

IMG
24 July 2023, 9:18 PM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

এর আগে, সোমবার সকাল পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় সান্ত্বনা মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে মারা যান ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০) ও পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লায় আগুনের খবরে চাষাড়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাবার পথে ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর আলম চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। ফলে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চাষাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হন। আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ছিলেন— নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা ইরানি ও রোকন, শহরের জামতলা এলাকার সারা ও নাজমা, মাসদাইর এলাকার সিরাজুল ইসলাম, চানমারী এলাকার আমজাদ ও মুন্সিগঞ্জের রেশমা।

আহত ব্যক্তিদের মধ্যে সারা, নাজমা ও অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সিরাজুল মারা যান। আহত রোকন খানপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শাহাবুদ্দিন শাবু। তার লাশ আনন্দ পরিবহনের গাড়ির প্লেট কেটে বের করা হয়েছে। আর নিহত ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেনের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দফতরের উপপরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন