ঢাকা      সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

IMG
29 July 2023, 6:03 PM

খুলনা, বাংলাদেশ গ্লোবাল: খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কলারোয়ার সুলাতানা পারভীন (৩৪), খুলনা তেলিগাতির আহাদ গাজী(৫২), মাদারিপুরের বেবি বেগম (৫০)ও অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে খুলনাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৪-০০৯৯) সাতক্ষীরা থেকে ছেড়ে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা ফায়ার সার্ভিস অফিসের পশ্চিম পাশে পৌঁছালে অপর দিক দিয়ে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৩৯-৩৬৬৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি ছিটকে পাশের খাদে উল্টে পড়ে আর প্রাইভেট কারের সামনের অংশে ভেঙ্গে মুচড়ে যায়। তখন বাসের যাত্রীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ পরে ডুমুরিয়া থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও হাইওয়ে পুলিশ টিম ঘটনাস্থলে এসে একত্রিত হয়ে উদ্ধার কাজ আরও গতি বৃদ্ধি করে।

এ সময় ছন্দা খানম (২৪), শাহেদ হাসান (৪০), সবুজ গাজী (২৪), মোঃ তুহিন (১৬), হিরা বেগম (৩০), সবুজ কুমার পাল (৩৫), হাসান (২৫), সুলতানা পারভীন (৪৫), জেমিমা কবির (৩০), আহাদ গাজী (১২), বাবুল শরীফ (৫০), উম্মে সালমা (২৩), আমেনা বেগম (৫০), নুর ইসলাম (৫২), রিজিয়া বেগম (৫০), জাহাঙ্গীর আলম (৫৫), বেলাল হোসেন (২৮), মোস্তফা শেখ (৫৫), বেসি বেগম (৫৫) ও আইয়ুব আলীকে (৪২) আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে কলারোয়ার সুলাতানা পারভীন, খুলনা তেলিগাতির আহাদ গাজী, মাদারিপুরের বেবি বেগম ও অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ (৪০) ব্যক্তিকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ৮জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার পরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকার দুটি ঘটনাস্থল থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন মারা গেছেন। আর আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। বাকিরা স্বাভাবিক অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি আছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কনি মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন হতাহত হন। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেয়। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন