ঢাকা      শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বিজিবি চ্যাম্পিয়ন

IMG
31 July 2023, 7:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি জুডো প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় গত ২৮ জুলাই ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ এর ৭টি ওজন শ্রেণীতে বিজিবির মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় -৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী নূর আলম, -৯০ কেজি ওজন শ্রেণীতে সিপাহী মাহফুজার রহমান, +৯০ কেজি ওজন শ্রেণীতে নায়েক আবুল কালাম আজাদ স্বর্ণপদক অর্জন করেন।

এছাড়া -৭৩ কেজি ওজন শ্রেণীতে সিপাহী আমিরুল ইসলাম, -৮১ কেজি ওজন শ্রেণীতে সিপাহী শিপন মিয়া এবং +৯০ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাকিব হাসান রৌপ্যপদক অর্জন করে।

এছাড়া -৫৫ কেজি ওজন শ্রেণীতে সিপাহী কাওছার, -৬০ কেজি ওজন শ্রেণীতে ল্যান্সনায়েক সুজন ত্রিপুরা, -৬৬ কেজি ওজন শ্রেণীতে সিপাহী রাশেদ সরদার, -৭৩ কেজি ওজন শ্রেণীতে সিপাহী ইলিয়াস হোসেন এবং -৯০ কেজি ওজন শ্রেণীতে হাবিলদার জাহাঙ্গীর আলম তাম্রপদক অর্জন করেন।

জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে সর্বমোট ৭টি ওজন শ্রেণীতে ৩টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক এবং ৫টি তাম্রপদক অর্জন করে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় বিজিবি মহাপরিচালক খেলোয়াড়দের দলগত শৃঙ্খলা, একাগ্রতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডোর জন্মলগ্ন থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিতভাবে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। এ পর্যন্ত বিজিবি ৩৮টি জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এছাড়া বিজিবির জুডো দলের খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন