ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বাংলাদেশ গ্লোবালের নতুন স্বত্ত্বাধিকারী আশরাফুল কবির

IMG
28 August 2023, 12:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল 'বাংলাদেশ গ্লোবাল ডট কম'-এর নতুন স্বত্ত্বাধিকারী মো: আশরাফুল কবির। গতকাল রোববার (২৭ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রডিক্স স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আশরাফুল কবির দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত। তিনি তাঁর সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য সাংবাদিক মহলে সুপরিচিত। ২০০৬ সালে দৈনিক যায় যায় দিনে সাব এডিটর ও কলাম লেখক হিসাবে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন। এরপর বৈশাখী টেলিভিশনে রিপোর্টার পদে যোগ দিয়ে কর্মগুনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পান তিনি। ২০০৮ সালে যুগ্ম বার্তা সম্পাদক পদে কাজ শুরু করেন আরটিভিতে। পরবর্তীতে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেন আশরাফুল কবির। প্রকাশকের পাশাপাশি 'বাংলাদেশ গ্লোবাল ডট কম'-এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

সংগঠক হিসেবে সর্বমহলে পরিচিত আশরাফুল কবির ২০১৮ সাল থেকে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুর বিভাগ সমিতি, ঢাকা'র বিগত তিনটি কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন৷ প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করার পর বিদায়ী দুই কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। এছাড়া রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা'র নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আশরাফুল কবির।

অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ‘ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এর বাইরে গাইবান্ধা সমিতি, ঢাকা'র আজীবন সদস্য তিনি। আশরাফুল কবির ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা জেলার সদর উপজেলার শ্যামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

এর আগে, 'বাংলাদেশ গ্লোবাল ডট কম'-এর প্রকাশক ছিলেন গোলাম মোস্তফা। ২০২০ সালের ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের নিবন্ধন পায় 'বাংলাদেশ গ্লোবাল ডট কম'।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন