ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২০তম বৈঠক অনুষ্ঠিত

IMG
12 September 2023, 8:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি সাগুপতা ইয়াসমিন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ আবদুস সোবহান মিয়া, গোলাম কিবরিয়া টিপু এবং মোঃ মহিউদ্দিন বাচ্চু অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে কমিটির পক্ষ হতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকে ১৯তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং মন্ত্রণালয়সহ এর অধীনস্থ সকল দপ্তর ও অধিদপ্তরের মাধ্যমে বিগত ২০০৯ হতে ২০২৩ এর এ পর্যন্ত যে সকল প্রকল্প, কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গৃহীত হয়েছে তার বিবরণ ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০০৯-২০২৩ পর্যন্ত সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মোট ১৬৭ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উক্ত সময়ের মধ্যে ১৪৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং বাকি অন্য প্রকল্পসমুহ বাস্তবায়নাধীন। বাস্তবায়নাধীন প্রকল্পসমুহের কাজ দ্রুত সমাপ্তির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন