ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

IMG
19 October 2023, 5:24 PM

জয়পুরহাট, বাংলাদেশ গ্লোবাল: জয়পুরহাট আলী আহম্মেদ হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মতলেব ও তার ছেলে বাবু। আসামিরা পালাতক রয়েছেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে রড, লাঠি ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন