ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

IMG
25 December 2023, 11:45 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে এক ভারতীয় নাগরিককে হত্যায় অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর গালফ নিউজের।

জানা গেছে, আর্থিক বিবাদের কারণে ওই ভারতী নাগরিকের মুখে কীটনাশক ছিটিয়ে হত্যার দায়ে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে সৌদি আরবের রাজকীয় আদালত। আদালতের চূড়ান্ত রায়ে ওই দুই বাংলাদেশি দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।


গালফ নিউজ জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা বাংলাদেশি নাগরিক। ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান তারা। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন অভিযুক্তরা। তবে কোথায় বা কখন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় ওই নাগরিককে হত্যার পর তার দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই প্রবাসী বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। তবে আপিল আবেদন খারিজ করে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন