ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নিজে পরিচ্ছন্ন থাকবো, সবাইকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানাবো: ভূমিমন্ত্রী

IMG
14 January 2024, 1:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নিজে পরিচ্ছন্ন থাকবো, সবাইকে পরিচ্ছন্ন থাকার আহবান জানাবো বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

রোববার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে ভুমি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আমাদের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, ঐক্যবদ্ধভাবে একটি টিম হিসেবে প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ করবো। আগের ভূমিমন্ত্রী অনেক কাজ করে গেছেন। তিনি যে পর্যন্ত কাজ করেছেন, আমি সেখান থেকে কাজ শুরু করবো।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, আপনারা যেহেতু সাংবাদিক জাতির বিবেক, আপনাদের দৃষ্টিতে ভালো বিষয়গুলো উপস্থাপন করবেন, সেগুলো যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা অবশ্যই গ্রহণ করবো। আমাদের কাজে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কাজের গতি বেড়ে যাবে। সার্বিক ব্যবস্থাপনা আরও সুন্দর করতে পারবো।

ভূমি অফিসে হয়রানির প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্ষেত্রে অবশ্যই শক্ত অবস্থান হবে। আমরা যদি সবকিছু ডিজিটাইজড করতে পারি তাহলে কিন্তু তারা সেই সুযোগটা পাবে না। জমির মিউটেশন ও খাজনা যদি অনলাইনে হয় তাহলে কোনো অসুবিধা হবে না।

প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, লক্ষ্য পূরণে যার যার মন্ত্রণালয়ের কাজ করতে হবে। কাজের গতি যেন মন্থর না হয়। যে কাজটা করবো সেটা কতটা ফলপ্রসূ হবে এবং কোনো খারাপ প্রতিক্রিয়া আসবে কিনা সেটা ভেবে-চিন্তে কাজ করতে হবে।

দুর্নীতি করতে পারেন তাদের জন্য আপনার নির্দেশনা কী জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন আমি একজন শিক্ষক ছিলাম, অতীতেও আমি একটি মন্ত্রণালয়ে কাজ করেছি। নির্দেশনা হচ্ছে, নিজে পরিচ্ছন্ন থাকবো, সবাইকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানাবো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন