ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সামরিক শক্তিতে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

IMG
16 January 2024, 12:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪ সালে সামরিক শক্তিধর দেশের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে বাংলাদেশ।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের ‘২০২৪ মিলিটারি স্ট্রেন্থ র‌্যাঙ্কিং’ শীর্ষক সূচকে এই তথ্য উঠে এসেছে।

তালিকায় বাংলাদেশ স্কোর দশমিক ৫৪১৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তির বিচারে বাংলাদেশ চতুর্থ।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্যসংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে এ বছরের ১৪৫টি দেশের সূচক তৈরি করে জিএফপি।

তালিকায় বরাবরের মতো শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ ছাড়া শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন