ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সোনার দাম ভরিতে কমল ১৭৫০ টাকা

IMG
18 January 2024, 7:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দাম বৃদ্ধির রেকর্ডের একদিন পরই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১৫০ টাকা।

শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। আর এই ফলেই দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পাঁচ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা পড়বে।

এর আগে বুধবার তিন সপ্তাহের ব্যবধানে ভরিতে ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয় সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ১২ হাজার ৪৪০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন