ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বাংলাদেশে নির্বাচনকালীন সংহিসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

IMG
19 January 2024, 8:39 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের ভোট নিয়ে প্রশ্ন তুলে এবার নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানিয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহ নানা ইস্যুতে দেশটি তাদের অংশীদারিত্ব বজায় রাখবে।

বাংলাদেশের নির্বাচন ঠেকাতে সহিংসতার পথ বেছে নেয় বিএনপি। বাস ও ট্রেনে দেয়া আগুনে পুড়ে প্রাণ যায় সাধারণ মানুষের। এমন সহিংসতায় আবারও নিন্দা ও উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানান।

তিনি বলেন, যে সহিংসতা হয়েছে তা সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা এমন আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সব দলকে সহিংসতা পরিহার করতে হবে।

ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে সহিংসতার পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও কথা বলেন মিলার। তিনি বলেন, আমরা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত, নির্বাচন স্বচ্ছ হয়নি। সব দল নির্বাচনে অংশ নেয়নি। বিরোধী দলগুলোর কর্মীদের আটকও করা হয়েছে।

নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে অন্যান্য পর্যবেক্ষকদের উদাহরণ হিসেবে টানলেও নির্দিষ্ট করে কোনো দেশের পর্যবেক্ষকের কথা বলতে পারেননি মিলার। এর আগে, নির্বাচনের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও মুক্ত রাখতে বাংলাদেশের সঙ্গে দেশটি অংশীদারিত্ব বজায় রাখবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করা হয় ওই বিবৃতিতে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন