ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান আর নেই

IMG
31 January 2024, 11:38 AM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার মেয়ে নাজিয়া হাশেম তানজি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করে আবুল হাশেম খান স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান। ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ২০২১ সালর ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকট আব্দুল মতিন খসরুর মত্যু হলে আসনটির উপনির্বাচনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরর ১৪ জুলাইয়ের উপনির্বাচন বিনা প্রতিদ্বদ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করন তিনি। ১৯৮৩ সাল উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এর তিন বছর পর সাধারণ সম্পাদক হন তিনি। ২০০৩ সালে উপজলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে আহ্বায়ক করা হয়। ২০১৯ সালে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান তিনি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন