ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বইমেলায় চলছে লেখক-পাঠকদের উৎসব

IMG
02 February 2024, 8:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বছর ঘুরে এসেছে বইমেলা। এটি শুধু মেলা নয়, যেনো বাঙালির উৎসব। এই উৎসব ধর্ম, বর্ণ, দল সব কিছুর ঊর্ধ্বে। এমন উৎসবের অপেক্ষায় থাকে সারা বাংলার বইপ্রেমীরা। বাঙালির কাছে বই শুধু কোনো কাগজে মোড়ানো গল্প কাহিনী কিংবা কবিতা না, বই বাঙালির আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অস্তিত্বের জায়গা।

বই পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কারো পছন্দ কবিতা, কারো পছন্দ গল্প কিংবা কারো উপন্যাস। সব ধরণের বইয়ের মিলন ঘটে এ বইমেলায়। শুধু বই না, মেলায় মহামিলন ঘটে লেখক ও পাঠকদের।

মেলা কি শুধু লেখক কিংবা পাঠকে সীমাবদ্ধ। না, দর্শনার্থীরা ভিড় জমান এ প্রাণের মেলয়। বই কিনুক বা না কিনুক, পছন্দের গল্পকার, সাহিত্যিককে এক নজরে দেখার সাধ কার না জাগে!

মেলায় আস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব মাহাবুব জানান, তিনি গত ৫ বছর ধরে আসছেন বইমেলায়। বই কেনার চেয়ে মেলায় ঘুরতে বেশি পছন্দ করেন তিনি। আরেক পাঠক আরাফাত হাসান বলেন, এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রতিদিনই প্রায় বইমেলায় আসা হয়। প্রতিদিনই যেন বইমেলার নতুন রূপ চোখে পড়ে।

প্রকাশকরা বলছেন, শুক্রবার হওয়ায় বইয়ের কেনাবেচা মোটামোটি ভালো, তবে কাগজের দাম বাড়ায় বইয়ের দাম একটু বেড়েছে। তবুও যারা বই কেনার, তারা কিনছেন। অনেকে এসে দেখে চলে যাচ্ছেন। তবে যাই হোক, বইমেলা আমরা এবার খুব উপভোগ করছি।

১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে পাটের চটের ওপর মাত্র ৩২টি বইয়ের পসরা সাজিয়ে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বইমেলার যাত্রা শুরু করে। সে সময় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহার হাত ধরেই মূলত বইমেলার যাত্রা শুরু হয়। এরপর ১৯৭৩ সালের ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বিশেষ ছাড়ে নিজেদের বই বিক্রির ব্যবস্থা করে। এর পাশাপাশি একাডেমির প্রাঙ্গণে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠানও ফেব্রুয়ারি উপলক্ষে বই বিক্রি শুরু করে।

১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় সাহিত্য সম্মেলনের বই প্রদর্শনী ও ম্যুরাল প্রদর্শনী উদ্বোধন করেন। ১৯৭৭ সাল পর্যন্ত বাংলা একাডেমি কেবল প্রকাশনা সংস্থাগুলোকে জায়গা বরাদ্দ দিতো। আয়োজক হিসেবে তাদের অফিসিয়াল কোনো পরিচিতি ছিল না।

পরবর্তীকালে ১৯৭৮ সালে বাংলা একাডেমি সরাসরি মেলায় সম্পৃক্ত হয়। ১৯৭৯ সালে একাডেমির সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে অমর একুশে বইমেলার।

শুরুতে বইমেলা হতো ২১ দিন ধরে। ১৯৮১ সালে এটি কমিয়ে ১৪ দিনের সিদ্ধান্ত নেয়া হলেও প্রকাশক ও পাঠকদের দাবির মুখে তা আবার ২১ দিনে ফিরিয়ে আনা হয়। পরবর্তীকালে ১৯৮৪ সাল থেকে পুরো মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের এ মেলা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন