ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদা আদায়, হাতেনাতে ধরা তারা

IMG
09 February 2024, 11:56 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চাঁদাবাজির সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতাররা হলেন মো. মিজানুর রহমান (৩৬), সৈয়দ মুজিবুর রহমান বাদল (৫০) ও মো. সিহাব আহম্মেদ (১৯)। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ১ হাজার ৯৯০ টাকা এবং দুটি কাঠের লাঠি জব্দ করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করাকালে হাতেনাতে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন