ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জননিরাপত্তায় অশুভ শক্তিকে রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী

IMG
12 February 2024, 12:14 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: আনসার বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জননিরাপত্তা রক্ষায় বারবার দক্ষতার পরিচয় দিয়েছে আনসার বাহিনী। তাই এ বাহিনীর প্রতি জননিরাপত্তায় সব অশুভ শক্তিকে রুখে দেয়ার আহ্বান তার। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। ফলে দেশ-বিদেশে সব জায়গায় এ বাহিনী সুনাম অর্জন করছে। বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে।’

এ সময় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে আনসার সদস্যরা কাজ করাসহ বিভিন্ন সংকটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ও নিরাপত্তা বিধান করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে আনসার সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সুসজ্জিত খোলা জিপে প্রধানমন্ত্রী আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। সবশেষে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী ৮টি ক্যাটাগরিতে ১৮০ জনকে পদক প্রদান করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন