ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দেশের বাইরে থেকেও অ্যাপের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো যাবে

IMG
19 February 2024, 1:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ 'অমর একুশে'। যার মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে কোনো সিরিয়াল এবং ঝামেলাবিহীন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন সকল শ্রেণীর মানুষ।

অ্যাপটি স্মার্ট নারী, স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইন্টেগ্রেটেড ড্রয়েড ফ্যাকটরি ডেভেলপার গ্রুপের ফ্রিল্যান্সারদেরকে দিয়ে আউটসোর্সিং পদ্ধতিতে ডেভেলপ করা হয়েছে।


সোমবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) 'অমর একুশে' অ্যাপটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্মার্ট নারী, স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীনা রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, 'অমর একুশে' অ্যাপটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ডাউনলোড করা যাবে ও ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শুরু করে সারাদিনই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা যাবে। অ্যাপটি প্লে-স্টোর ছাড়াও www.swsbf.org এবং www.idroidfactory.com ওয়েবসাইটে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পরে স্মার্ট' বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সক্রিয় অংশীজন হিসেবে আমাদের এই আয়োজন। মানুষের জন্য শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও সম্মান জানানো সহজ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে মুঠোফোনের মাধ্যমে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার অ্যান্ড্রয়েড অ্যাপ ‘অমর একুশে’ ডেভেলপ করা হয়েছে।

তিনি বলেন, এ অ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষসহ বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানে আগ্রহী দেশি-বিদেশি ব্যক্তিবর্গ স্ব-স্ব অবস্থানে থেকে অমর একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনের আয়োজকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে ‘অমর একুশে’ অ্যাপটি উৎসর্গ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম (জিকু), মো. ইসমাইল, মো. জাহিদ সিদ্দিক রেজা, মো. মাহমুদুল হক (আজিম), মো. শরিফুল ইসলাম প্রমুখ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন