ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আসছে শাহরুখ-দীপিকার 'পাঠান ২'!

IMG
21 February 2024, 8:21 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডে গত বছরের প্রথম ব্লকবাস্টার ছিল পাঠান। বেশ কয়েক বছর ধরে হিন্দি সিনেমার কপালে খরাই চলছিল, আচমকাই এলো সাফল্যের জোয়ার, নেপথ্যে ছিলেন শাহরুখ খান। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয় সেই ছবি। এবার শোনা যাচ্ছে, আবারও ফিরছে পাঠান। এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন প্রযোজক আদিত্য চোপড়া।

আরব সাগরের তীরে জোর গুঞ্জন। শুরু হয়ে গেছে পাঠান ২ তৈরির পরিকল্পনা। সূত্রের খবর, স্পাই ইউনিভার্সের টাইমলাইনে একটু অদল বদল ঘটেছে। 'টাইগার থ্রি'-এর পরে 'টাইগার ভার্সেস পাঠান' ছবি মুক্তির কথা ছিল, কিন্তু 'কাহানি মে নয়া টুইস্ট'। সূচিতে সামান্য রদবদল করেন প্রযোজক আদিত্য চোপড়া। ইতোমধ্যে 'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে যাবতীয় আলোচনা ও গ্রাউন্ড ওয়ার্ক সেরে ফেলেছেন আদিত্য।

কিন্তু এর মাঝেই মনের পরিবর্তন হয় শাহরুখ ও আদিত্যের। ২০২৩ সালের সুপার ডুপার হিট ছবি পাঠানের সিক্যুয়েল করার পরিকল্পনা করেন তাঁরা। সূত্রের খবর, পাঠান সুপারহিট হওয়ার পর থেকেই আদিত্য ও তাঁর টিম পাঠান ২-এর পরিকল্পনা করতে শুরু করে দেন। ইতোমধ্যে এই ছবির জন্য নানা রিসার্চও সেরে ফেলেন তাঁরা। এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই শুরু হবে পাঠান ২ ছবির শ্যুটিং। পাঠানের সিক্যুয়েলেও শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

প্রসঙ্গত, আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত ছবিতে একসঙ্গে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। তবে এবার আর পাঠানের সাহায্য করতে নয়, পাঠানের বিরুদ্ধে লড়তে দেখা যাবে টাইগারকে। একসঙ্গে অনেক সিনেমাতে তাঁদের দেখা গেলেও পুরো সিনেমা জুড়ে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। শেষ তাঁদের নিয়ে তৈরি হয়েছিল ‘করণ অর্জুন’।

সেই ছবির পরে আর পুরোমাত্রায় দেখা যায়নি তাঁদের। তবে এবার সেই অদেখাই পূর্ণ করতে চলেছেন আদিত্য চোপড়া। ইতোমধ্যে দুই মহাতারকার জন্য লেখা হচ্ছে নতুন ছবির স্ক্রিপ্ট। স্পাই ইউনিভার্সের সেই আগামী ছবিতে তাঁদের দেখা যাবে একে অপরের বিপরীতে। দুই নায়কের সেই যুদ্ধে জয় হবে কার? তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন