ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ভারতের ভিসা সমস্যা নিয়ে সত্য বলেছেন হর্ষবর্ধন শ্রিংলা: কলকাতায় নানক

IMG
23 February 2024, 11:32 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশিদের ভারতীয় ভিসা হয়রানির প্রশ্নে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কিছুক্ষণ আগে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা যা বলেছেন, তা বাস্তব সত্য বলেছেন। বহুবিধ কারণে বাংলাদেশিদের ভারতে যেতে হয়। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হওয়া উচিত। ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। নতুবা এর জন্য বাংলাদেশিদের ভোগান্তি হয়। আমি আশা করবো, ভারত সরকারের সংশ্লিষ্টজনরা এ বিষয়ে গুরুত্ব দেবেন। আমরাও ভারত সরকারের বিভিন্ন বিষয়ে যাদের সঙ্গে কথা বলি, তাদেরও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি।

তিস্তা সমস্যা কবে মিটবে- উত্তরে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এতোদিন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা করুন। ভারতের নির্বাচনটা শেষ হতে দিন। সব উত্তর পেয়ে যাবেন। দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে কী রকম সম্পর্ক হওয়া উচিত, তার একটি রোল মডেল ভারত-বাংলাদেশ সম্পর্ক। এ সম্পর্ক আগের থেকে আরও মজবুত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শিরোনামে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে, অনুষ্ঠানে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দুই দেশের ভিসা ব্যবস্থা আরও সহজ হওয়া উচিত। তিনি বলেন, আমি মনে করি প্রচুর বাংলাদেশি চিকিৎসা ও লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে ভারতে আসেন। এখনকার কথা আমি বলতে পারবো না। তবে আমি যখন ছিলাম, তখন বছরে ৫ লাখ ভিসা থেকে ১৫ লাখে নিয়ে এসেছিলাম। এখন ২০ লাখ। তবে আমি মনে করি, ভিসা প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত। এ নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত নয়। দুই দেশে মানুষে মানুষে যোগাযোগ রাখার জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া অত্যন্ত জরুরি।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির যুব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ও অভিনেতা রুদ্রনীল ঘোষ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোহিত উর রহমান শান্ত, সাবেক এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন