ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি মার্কিন প্রতিনিধিরা: সালমান এফ রহমান

IMG
25 February 2024, 11:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মার্কিন সরকার ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরু করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সালমান এফ রহমান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধি দল বৈঠকে কোনো মন্তব্য করেনি। বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় তারা। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দলটি পররাষ্ট্র ও অর্থমন্ত্রীসহ বিএনপি, সুশীল সমাজ, শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে।

দলটির প্রতিনিধিরা হলেন: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর (এনএসসি) ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন