ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইইউর নিষেধাজ্ঞায় চীনা সংস্থার অন্তর্ভুক্তিতে বেইজিংয়ের বিরোধিতা

IMG
26 February 2024, 8:33 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউরোপীয় ইউনিয়ন গত ২৩ ফেব্রুয়ারি ঘোষণা দেয়, তারা রাশিয়ার বিরুদ্ধে ১৩তম দফায় নিষেধাজ্ঞা দেবে। যার মধ্যে চারটি চীনা কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করেছে।

আজ সোমবার চীনের মুখপাত্র এ বিষয়ে বলেন, ইইউ চীনের বক্তব্য উপেক্ষা করে রাশিয়ার বিরুদ্ধে ১৩তম দফার নিষেধাজ্ঞায় চারটি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করেছে। এটি একতরফা নিষেধাজ্ঞা এবং "দীর্ঘ হাতের এখতিয়ার" যা আন্তর্জাতিক আইন বহির্ভূত কাজ। পাশাপাশি, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই করা হচ্ছে। এই আচরণ চীন-ইইউ নেতাদের বৈঠকে উপনীত সিদ্ধান্তের চেতনার বিরুদ্ধে যায় এবং চীন-ইইউ আর্থ-বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

বেইজিং চীন-ইইউ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখা এবং নিঃশর্তভাবে চীনা কোম্পানিগুলোর তালিকাভুক্তি বাতিল করার আহ্বান জানায়। চীন দৃঢ়ভাবে চীনা উদ্যোগের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে বলেও জানান মুখপাত্র।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন