ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

শিল্প প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের অবরোধ, ভুল সংশোধনের তাগিদ চীনের

IMG
26 February 2024, 8:40 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনা শিল্প প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের অবরোধ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। আজ সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সংবাদদাতাদের প্রশ্নের জবাব দেন। মুখপাত্র বলেন, চীন ও ব্রিটেনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সুষ্ঠু প্রবণতা উপেক্ষা করে সম্প্রতি তিনটি চীনা শিল্প প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করেছে ব্রিটেন। এর দৃঢ় বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ব্রিটেনের এই আচরণ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া করা হয়েছে। এটি সম্পূর্ণ ‘এখতিয়ার বহির্ভূত কাজ।’ এটি চীন ও ব্রিটেনের আর্থ-বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। চীন দৃঢ়ভাবে চীনা শিল্প প্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষা করবে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন