ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের তৈরি বিমানের উড্ডয়নের মহড়া শুরু

IMG
28 February 2024, 6:57 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের তৈরি বাণিজ্যিক বিমান এআরজে২১ এবং সি৯১৯ দক্ষিণ-পূর্ব এশিয়ায় উড্ডয়নের মহড়া শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই দু'টি বিমান ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় উড্ডয়ন করবে। গতকাক মঙ্গলবার চীনের ব্যবসায়িক বিমান কোম্পানি থেকে এ তথ্য জানা গেছে।

এই মহড়া আয়োজনের উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সংশ্লিষ্ট বিমানবন্দর এবং এয়ারলাইনে চীনের উৎপাদিত ব্যবসায়িক বিমানগুলো পরীক্ষা করা। এটি পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাজার সৃষ্টিতে সহায়তা করবে।

জানা গেছে, এআরজে২১ বিমান ২০১৬ সালের জুন মাসে চালু হওয়ার পর ১২৭টি ফ্লাইটের মাধ্যমে নিরাপদে ১ কোটি ১০ লাখ যাত্রী পরিবহন করেছে। সি৯১৯ বিমান ২০২৩ সালের ২৮ মে চালু হওয়ার পর নিরাপদে ১ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন