ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মাদারীপুরে পূবালী ব্যাংকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচী

IMG
29 February 2024, 7:30 PM

আরিফুর রহমান, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার পৌরসভার ২নং ওর্য়াডের মাদারীপুর শামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চবিদ্যালয় (২৯ ফেব্রয়ারী) সকাল দশটায় শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োাজন করা হয়েছে।

আর্থিক সাক্ষরতার কর্মসূচিতে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বিষয় ধারণা দেয়াহয়,শিক্ষাজীবনে এগিয়ে নিতে লক্ষ্য পূরণে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সঞ্চয় করার গুরুত্ব, ও এবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাকের কর্মকর্তারা, সঞ্চয়ের মাধ্যমে আগামী দিনগুলো নিজেকে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষা জীবন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এছাড়া ব্যাংকিং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের দেয়াাহয় ধারন। পরে আর্থিক সাক্ষরতার কর্মসূচিতে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান শিক্ষার্থীদের।

এসময় আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে পূবালী ব্যাংক মাদারীপুর জেলা শাখার ম্যানেজার ইকবাল হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের উপব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার ভুঁইয়া বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম এমারাতুন নেছা, সিনিয়র শিক্ষিকা সৈয়দা নাইয়েরা মিশকাত, সিনিয়র শিক্ষক আলী আব্বাস, এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান, দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক প্রিন্স মাহমুদ সবুজসহ কোমলমতি ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন