ঢাকা      বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ভারতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ চালু করা হোক: খালিদ মাহমুদ চৌধুরী

IMG
01 March 2024, 8:35 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারত-বাংলাদেশের ভিসা সমস্যা নিয়ে প্রতিনিয়ত সরব হচ্ছেন দুই দেশের নেতৃত্ব স্থানীয়রা। এবার ভারতের ‘অন-অ্যারাইভাল ভিসা’ নিয়ে মুখ খুললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারতের কলকাতায় বেঙ্গল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতের অন-অ্যারাইভাল ভিসা চালু করা হোক। এ নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনে কথাও বলেছি।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, বহু বাংলাদেশি শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে আসেন। আপনারা জানেন, চিকিৎসা ব্যবস্থা ভারতে অনেকটাই উন্নত। যে কারণে প্রচুর বাংলাদেশি ভারতে আসেন। কিন্তু ইদানিং ভিসা সমস্যার জন্য অনেকেই চিকিৎসার জন্য ভারতে আসতে পারছেন না। আমি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে বলেছিলাম, জরুরি চিকিৎসা সংক্রান্ত বিবেচনা করে ভারতের অন-অ্যারাইভাল ভিসা খুলে দেওয়া হোক। এতে বহু মুমূর্ষু বাংলাদেশির উপকার হবে।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দুই দেশে ভিসা কিন্তু রেগুলার ইস্যু করছে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে সময়ের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে। কিভাবে ভারতের ভিসা অন-অ্যারাইভাল চালু করা যায়। বিশেষ করে রোগীদের জন্য। তা নিয়ে কথাবার্তা চলছে। আমাদের অনেক দেশের সাথে এ ধরনের ভিসা সিস্টেম রয়েছে। ভারতের সঙ্গে হলে সবচেয়ে ভালো হয়। এখন তো অন্য কোন সমস্যা আমরা দেখি না। যে কারণে এ বিষয়ে আমরা ভারত সরকারের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি।’

এর আগে, ভিসা নিয়ে সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছিলেন, ‘আমি মনে করি ভিসা প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত। এ নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত নয়। দুই দেশে মানুষে মানুষে যোগাযোগ রাখার জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া অত্যন্ত জরুরি।’

গত ২৩ ফেব্রুয়ারি একই বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হওয়া উচিত। ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। নয়তো এর জন্য বাংলাদেশিদের ভোগান্তি হয়। আমি আশা করবো, ভারত সরকারের সংশ্লিষ্টজনেরা এ বিষয়ে গুরুত্ব দেবেন। আমরাও ভারত সরকারের বিভিন্ন বিষয়ে যাদের সাথে কথা বলি, এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন