ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রেসিডেন্ট নির্বাচনে নিকি হ্যালি ও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান

IMG
02 March 2024, 7:47 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিকি হ্যালি সম্পর্কে বাক্যব্যয় করবে না বলে অঙ্গীকার করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বিভাগ। অনেক বিশ্লেষক তাকে পুরোপুরিই বাদ দিয়েছেন। তবে নিকি হ্যালি যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তাঁর বক্তব্য শুনতে প্রচুর রিপাবলিকান ভোটার সমবেত হচ্ছেন।

আগামী সপ্তাহে 'সুপার মঙ্গলবার'-ু ভোট দেবে এমন অঙ্গরাজ্যগুলিতে দর্শক ও শ্রোতাদের সামনে নিকি হ্যালি নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে পরাজয়ের পর যে মামলাটি দায়ের করেছিলেন, তার ব্যাখ্যা দিচ্ছেন। উল্লেখ্য, জিওপি ভোটারদের প্রায় ৪০ শতাংশ ট্রাম্পের বদলে তাঁকে সমর্থন করেছেন। এ থেকে আন্দাজ করা যায়, তাঁদের দলের প্রভাবশালী মুখ নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিম্যাচে বিশেষভাবে দুর্বল।

সুপার মঙ্গলবারে জিওপি মনোনয়নের জন্য প্রয়োজনীয় আরও কয়েকশো প্রতিনিধির ভোট জয়ের দোরগোড়ায় ট্রাম্প এবং কয়েক সপ্তাহ পরে মনোনয়ন লাভ করে তিনি হ্যালিকে সরিয়ে দিতে পারেন। তবে অন্যান্য প্রধান প্রার্থীদের তুলনায় দীর্ঘদিন প্রতিযোগিতায় থেকে হ্যালি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলিতে ট্রাম্পের রাজনৈতিক সমস্যাগুলি দলের কাছে তুলে ধরেছেন এবং বলেছেন, ট্রাম্প একটি "ডুবন্ত জাহাজ"।

ট্রাম্প আইওয়া ককাসে ভোটারদের প্রায় ৫১ শতাংশ, নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ৫৪ শতাংশ ও সাউথ ক্যারোলাইনায় ৬০ শতাংশ ভোটারদের জয় পেয়েছেন। হ্যালি এই সপ্তাহে মিশিগানের প্রাইমারিতে জয়ের জন্য প্রয়োজনীয় ৪০ শতাংশের কাছাকাছিও আসেননি; বরং ট্রাম্পের কাছে ৪০ পয়েন্টের বেশি অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৬৮ শতাংশ আর হ্যালি ২৭ শতাংশ পেয়ে পরাজিত হয়েছেন ।

সাউথ ক্যারোলাইনায় পরাস্ত করার পর হ্যালির (জাতিসংঘে ট্রাম্পের সাবেক দূত) নাম নিতে অস্বীকার করেন ট্রাম্প। ট্রাম্পের প্রচারণা বিভাগের অভিযোগ, হ্যালি তাঁর সম্ভাবনা সম্পর্কে ভোটারদের বিভ্রান্ত করেছেন। মুখপাত্র স্টিভেন চিউং সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, " প্রতিযোগিতার কথা বাদই দিন, তিনি (হ্যালি) জিততে পারেন এমন একটি রাজ্যের নামও বলতে পারবেন না।”

অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্যান্য গণমাধ্যম হ্যালিকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জয় পেতে পারেন এমন রাজ্যের নাম বলতে চাননি। তবে একাধিক সমাবেশে তিন ডজন ভোটারের সঙ্গে তাঁর সাক্ষাৎকার ও রিপাবলিকান প্রাইমারি থেকে প্রাপ্ত এপি'র ভোটকাস্ট তথ্য বলছে, বাইডেনের বিরুদ্ধে আবার প্রতিযোগিতায় ট্রাম্পের বেশ কিছু দুর্বলতা রয়েছে।

এপি ভোটকাস্টের সমীক্ষা অনুযায়ী, সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান ভোটারদের প্রায় অর্ধেক (তাদের মধ্যে তাঁর সমর্থকদের প্রায় এক-চতুর্থাংশ রয়েছেন) উদ্বিগ্ন যে, সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্প অতিরিক্ত চরমপন্থী। প্রসঙ্গত, সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে অংশগ্রহণকারী ২ হাজার ৪০০ জনের বেশি ভোটারকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে এপি'র জন্য সমীক্ষাটি চালিয়েছে এনওআরসি।

সাউথ ক্যারোলাইনার প্রাইমারির ভোটারদের ১০ জনের মধ্যে প্রায় ৩ জন মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার অন্তত একটিতে তিনি বেআইনি কর্মকাণ্ডে যুক্ত। যদিও এই ভোটারদের তিন-চতুর্থাংশের বিশ্বাস, তদন্তগুলি তাঁকে দুর্বল করার রাজনৈতিক প্রচেষ্টা।

প্রাইমারি প্রতিযোগিতার বর্তমান গতিপ্রকৃতির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের প্রচারণা বিভাগকে হ্যালির মোকাবিলা না করতে হতে পারে। তাদের প্রত্যাশা, বাইডেন-ট্রাম্পের আবার এই প্রতিদ্বন্দ্বিতায় বহু অসন্তুষ্ট রিপাবলিকান সাবেক প্রেসিডেন্টের পক্ষে ফিরে আসবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন