ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

এস আলমের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা গেছে: ফায়ার সার্ভিস

IMG
07 March 2024, 4:41 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম চিনিকলের গুদামের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাইন উদ্দিন বলেন, 'এস আলম সুগার রিফাইনারি ফ্যাক্টরিতে গত ৪ মার্চ আগুন লাগে এবং ওই দিনই রাত সাড়ে ১০টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করি, এখনো আগুন অল্প অল্প জ্বলছে। আমরা মনে করছি, আজকের মধ্যে ইনশাআল্লাহ আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে না পারলেও; ছোট ছোট পকেট হয়তো থাকতে পারে। কিন্তু আগুন নির্বাপণই আমরা ধরে নেবো।'

তিনি বলেন, 'সবচেয়ে ভালো সংবাদ যেটা, এখানে এক লাখ ১৬ হাজার মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি ছিল—যেখান থেকে সুগার তৈরি করা হয়, তার ৮০ শতাংশ আমরা রক্ষা করতে পেরেছি।'

এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'কারণ জানার পাশাপাশি এখান থেকে শিক্ষা নিতে হবে। সুগার রিলেটেড এতো বড় অগ্নিকাণ্ড বাংলাদেশে প্রথম এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন