ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাংবাদিক সৈয়দ আহমেদ অটল মারা গেছেন

IMG
08 March 2024, 3:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দৈনিক করতোয়ার চিফ রিপোর্টার, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল ইন্তেকাল করেছেন। রাজধানীর আলী আজগর হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অটলকে শুক্রবার সকাল ১১ টায় ডাক্তার মৃত ঘোষণা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন সৈয়দ আহমেদ অটল।

সাংবাদিক অটল জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক ছিলেন।

সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক ভিটা মুন্সীগঞ্জে। তবে বাবার ব্যবসা সূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নামাজে জানাজা শেষে বগুড়ায় তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন