ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

IMG
10 March 2024, 4:18 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তাপস কুমার পাল বলেন, ‘কারাগারে থাকা বিএনপি নেতা হাফিজ উদ্দিন সাজার রায় চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন। একই সঙ্গে তিনি জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাফিজ উদ্দিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।’

এর আগে, গত ৫ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ। সেদিন আদালত এ আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাফিজ উদ্দিনের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তাঁর মক্কেল অসুস্থ। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।

২০১১ সালে রাজধানীর গুলশান থানায় করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত ২৮ বছরের ডিসেম্বর হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন