ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রোজায় ডাবল শিফটের স্কুলে পাঠদানের সময়সূচি পরিবর্তন করা যাবে

IMG
12 March 2024, 7:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে। ডাবল শিফট চালু থাকা বিদ্যালয়ের প্রধানগণ এ সময় প্রভাতি ও দিবা শিফটে পাঠদানের সময়সূচি সুবিধাজনক উপায়ে নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

এতে বলা হয়, রমজান মাসে ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ ও সমন্বয় করতে পারবেন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন