ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যুদ্ধবিরতি চুক্তির কাছে পৌঁছায়নি হামাস ও ইসরাইল

IMG
13 March 2024, 4:02 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইল এবং গাজার প্রতিরোধকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি খুব নিকটবর্তী নয় বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দোহা বলেছে, যুদ্ধবিরতি এবং গাজায় ইজরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে, তা এখনো খুব জটিল পর্যায়ে রয়েছে।

গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে এলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এরই মধ্যে ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি ছাড়াই সেখানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রমজান পালিত হচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মাজেদ আল-আনসারি বলেন, “আমরা চুক্তির কাছাকাছি নই। চুক্তি সইয়ের জন্য আমরা দুই পক্ষের কাউকেই মতবিরোধ নিরসনের জন্য ভাষাগতভাবে ছাড় দিতে দেখছি না।” তিনি বলেন, “সব পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা অব্যাহত রেখেছে এবং আশা করা যায়, তারা হয়তো রমজানের মধ্যে চুক্তিতে পৌঁছাবে।”

গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে অনেকদিন ধরেই আলোচনা চলছে, কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে ইসরাইল রাজি নয়। অন্যদিকে হামাস বলছে, গাজায় পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরাইলের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করার পরই তারা ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করবে; তার আগে নয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন