ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চীনে বিস্ফোরণে দু'জন নিহত, আহত ২৬

IMG
13 March 2024, 9:21 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইর একটি রেস্তোরাঁয় সম্ভাব্য গ্যাস লিক থেকে বিস্ফোরণে দালান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কারণে ধসে পড়া পাথরের আঘাতে দুই ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষ বুধবার এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে, সানহে কাউন্টিতে সকাল আটটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি বেইজিং-এর কেন্দ্র থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।

শহরের জরুরি সেবাদাতা সংস্থার কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ইয়ানশিয়াও শহরে ফ্রাইড চিকেনের একটি দোকানে গ্যাস লিক থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকারী, দমকল বাহিনী, স্বাস্থ্য ও অন্যান্য খাতের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

এর আগের এক বিবৃতিতে দমকল বিভাগের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনাস্থলে ৩৬টি পরিবহন ও ১৫৪ জন মানুষকে মোতায়েন করা হয়েছে; যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবো ব্যবহারকারীরা বলছেন, শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের সাপ্তাহিক পত্রিকা ইকোনমিক অবজারভার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে জানিয়েছে, খুব কাছেই একটি মেট্রো লাইনের নির্মাণ কাজ চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী, শহরের জরুরী সেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠিয়েছে। আঞ্চলিক সরবরাহকারী প্রতিষ্ঠান তাইদা গ্যাস বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এক বিবৃতিতে তারা জানায়, দ্বিতীয় মাত্রার দুর্ঘটনা এড়াতে তারা এই সাবধানতা অবলম্বন করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “আমাদের প্রতিষ্ঠান…নিরাপত্তা নিশ্চিতের পর আবারও সরবরাহ চালু করবে”। তবে দোকানটি যেখানে অবস্থিত, সেখানে তারা গ্যাস সরবরাহ করতো না বলে নিশ্চিত করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন