ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দলীয় মনোনয়ন পেলেন বাইডেন ও ট্রাম্প

IMG
14 March 2024, 9:44 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনোনয়নের জন্য প্রয়োজনীয় প্রতিনিধি সংখ্যা সুরক্ষিত করেছেন। তাদের ২০২০ সালের নভেম্বরের প্রতিযোগিতার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ট্রাম্প এবং বাইডেন উভয়ই জর্জিয়া, মিসিসিপি এবং ওয়াশিংটন রাজ্যে প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন এবং তাদের নিজ নিজ দলের সংখ্যাগরিষ্ঠতার জন্য পর্যাপ্ত প্রতিনিধি অর্জন করেছেন।

আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ১ হাজার ৯৬৮ ডেলিগেটের চেয়ে বাইডেন ১০২ জন ডেলিগেট কম পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় ১ হাজার ২১৫ ডেলিগেটের চেয়ে ট্রাম্প ১৩৭ কম পেয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার জন্য বাইডেনকে নামমাত্র বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে।

এদিকে, প্রাইমারি নির্বাচনে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসসহ বেশ কয়েকজন রিপাবলিকানকে পরাজিত করেছেন ট্রাম্প। রিপাবলিকান ভোটারদের বড় একটি অংশের ওপর ট্রাম্পের সুস্পষ্ট আধিপত্যের মুখে ভোটারদের সমর্থন না থাকায় ট্রাম্পের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ অন্যান্য প্রার্থী কয়েক মাস আগে সরে দাঁড়ান।

এমনকি আনুষ্ঠানিকভাবে তাদের দলের মনোনয়ন হাতে না থাকলেও উভয় প্রার্থীই নির্বাচনের আট মাস আগে পূর্ণ প্রচারণার অবস্থায় রয়েছেন। প্রতিটি উপলক্ষেই তারা একে অপরকে কটাক্ষ করছেন। গত সপ্তাহে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন ১৩ বার ট্রাম্পকে “আমার পূর্বসূরি” বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি কখনো ট্রাম্পের নাম উল্লেখ করেননি, বরং ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সি কেমন হবে তার একটি ভয়াবহ চিত্র এঁকেছেন।

ট্রাম্প বাইডেনের মাত্র চার বছরের ছোট হলেও বাইডেনের বয়স নিয়ে তিনি উপহাস করেন। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ধরে নিচ্ছি, তিনিই প্রার্থী হতে যাচ্ছেন। পরমায়ু, পরমায়ু ছাড়া আমিই তার একমাত্র প্রতিপক্ষ।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন