ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকিদাতা সেই এসিল্যান্ড প্রত্যাহার

IMG
15 March 2024, 2:54 PM

লালমনিরহাট, বাংলাদেশ গ্লোবাল: জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় লালমনিরহাটে ৫ জন সাংবাদিককে অফিস গেটে তালা দিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেলে পাঠানোর হুমকি প্রদান ও ক্যামেরাপারসনকে জরিমানা করা সেই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমান সরকারকে প্রত্যাহার করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসকের সূত্র মতে, তাকে লালমনিরহাট সদর থেকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও জেলায় বদলি করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ৫ জন সাংবাদিককে অফিসে আটকে রাখেন ওই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমান সরকার। প্রায় ৪০ মিনিট পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিস গেটের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে ওই সহকারী কমিশনার সাংবাদিকদের 'দালাল' বলে অপমান করতে থাকেন।

সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে সাংবাদিকসহ সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় এক টেলিভিশন ক্যামেরাপারসনের মোটর সাইকেল আটকিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নোমান সরকার।

এ ঘটনার পর সাংবাদিকরা শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সহকারী কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট তুলে নেন।

সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) অফিসের তিনজন অফিস সহকারী ভূমি সংক্রান্ত শুনানি করছিলেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন না। মাই টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মাহফুজ সাজু এই শুনানির ভিডিও ধারণ করেন। এতে অফিসের স্টাফরা ক্ষুদ্ধ হয়ে সহকারী কমিশনারকে ডেকে আনেন।

সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নোমান সরকারের নির্দেশে সাংবাদিক মাহফজ সাজুকে আটকিয়ে রাখা হয়। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্য সচিব লিয়াকত আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এস কে সাহেদসহ ৪ সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরও অফিসে আটকে রাখা হয়।

সাংবাদিক মাহফুজ সাজু বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর অনুপস্থিতে দলিলের শুনানি নেয়া এবং সেবা নিতে আসা লোকজনের সাথে খারাপ আচরণ করা হচ্ছে সহকারী কমিশনারর (ভূমি) অফিসে- এমন সংবাদের তথ্য সংগ্রহ করতে যান তিনি। এ সময় এসিল্যান্ড তাকে অফিসে আটকালে সহকর্মীদের ফোন দিলে তারা ঘটনাস্থলে আসেন। এসিল্যান্ড তাদেরও অফিসে আটকে রাখেন। এসিল্যান্ড সাংবাদিকদের সম্পর্কে খুবই অপ্রীতিকর মন্তব্য করেছেন। তাদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন।

সাংবাদিকদের অফিসে আটকে গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেয়ার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমান সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন উত্তর দেননি। তবে কাগজপত্র দেখাতে না পারায় এক মোটর সাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, পুরো বিষয়টি অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন