ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আরও ৬ বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে পুতিন

IMG
18 March 2024, 3:49 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিকি শতাব্দীর শাসনের মেয়াদ আরও ছয় বছরের জন্য বাড়ানোর জন্য প্রস্তুত হয়েছেন। নির্বাচনে ভোটারদের জন্য তাঁর সত্যিকারের কোন বিকল্প ছিল না। পুতিন নির্মমভাবে ভিন্নমত দমন করেছেন।

শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এই নির্বাচন কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুতিন বা তার ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য সমালোচনার অনুমতি দেয়া হয়নি।পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ অ্যালেক্সেই নাভালনি গত মাসে আর্কটিক কারাগারে মারা গেছেন এবং অন্যান্য সমালোচকরা হয় কারাগারে বা নির্বাসনে রয়েছেন।

৭১ বছর বয়সী এই রুশ নেতা ক্রেমলিনবান্ধব দলগুলোর তিনটি প্রতীকী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন।এই প্রতিদ্বন্দ্বীরা তাঁর ২৪ বছরের শাসন বা দুই বছর আগে ইউক্রেনে তাঁর পূর্ণ মাত্রার আগ্রাসনের কোনো প্রকার সমালোচনা করেননি।

পুতিন ভোটের আগে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের সাফল্য নিয়ে গর্ব করেছেন, তবে রবিবার ভোরে রাশিয়া জুড়ে বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলা মস্কোর সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৩৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে চারটি রাশিয়ার রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তা প্রসারিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা শিল্প প্রবৃদ্ধির মূল ইঞ্জিন হিসেবে কাজ করেছে। এটি ক্ষেপণাস্ত্র, ট্যাংক এবং গোলাবারুদ বানানোর জন্য দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছে।

রাশিয়ার বিক্ষিপ্ত বিরোধীরা পুতিন বা ইউক্রেন যুদ্ধ নিয়ে অসন্তুষ্টদের রবিবার দুপুরে নির্বাচনে এসে তাদের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। মৃত্যুর কিছুদিন পূর্বে নাভালনি এই পদক্ষেপকে সমর্থন করেছিলেন। নাভালনির সহযোগীরা তাদের কৌশলকে সফল হিসেবে অভিহিত করেছেন। তারা রাশিয়ার বিভিন্ন শহরে ভোটকেন্দ্রের কাছে লোকজনের ভিড়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।

তবে, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা নাভালনির মিত্রদের আহ্বানে সাড়া দিয়েছেন, নাকি লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উপস্থিতি প্রতিফলিত হয়েছে, যা সাধারণত দুপুরের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়- তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন