ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ময়মনসিংহে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামী ছিনতাই

IMG
18 March 2024, 11:41 AM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ওয়ারেন্টের আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই আহত তিন পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই রাকিব (৩৯)। এরা সবাই ত্রিশাল থানায় কর্মরত।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এএসআই রাকিবের পেটে কোপ দেয়। তিনি হাসপাতালের অপারেশনর থিয়েটারে আছেন। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের উপনে কোপানোর আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোন মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। এদের মাঝে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামী ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় তারা। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাথারি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মা'কে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এমন খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, ওই সময়ের মাঝে মুল আসামী বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন