ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সৌম্য-জাকেরের চোটের আপডেট জানালো বিসিবি

IMG
18 March 2024, 6:43 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: খেলা চলাকালে ইনজুরিতে পড়ার ঘটনা ক্রিকেটে খুব একটা সাধারণত দেখা যায় না। তবে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমনটাই দেখা গেল। ম্যাচ খেলতে নেমে একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত বাংলাদেশ দল।

শুরুটা মোস্তাফিজকে দিয়ে লঙ্কান ইনিংসের শেষ দিকে বোলিংয়ে যেয়ে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

এরপর ইনজুরিকে পড়ের সৌম্য। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়।

পরে জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে পায়ে এবং মাঠের সঙ্গে বাড়ি খেয়ে মাথায়ও আঘাত পেয়েছেন সৌম্য। সৌম্য ছাড়াও জাকের আলী অনিকও ফিল্ডিং করতে যেয়ে ইনজুরিতে পড়েছেন। তাদের ইনজুরি সম্পর্কে বিসিবি আপডেট জানিয়েছে।


বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, “জাকেরের অবস্থা জানার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, বিস্তারিত আপডেটের জন্য আরেকটু সময় লাগবে। গলা ও ঘাড়ের অংশে জাকেরের আঘাত মূলত। প্রাথমিকভাবে জাকেরের চোটে খারাপ কিছু পাওয়া যায়নি। মাথার ইনজুরির কোনো লক্ষ্মণ নেই। তবুও ঝুঁকি না নিতে স্ক্যান ও এক্সরে করা হচ্ছে।

মুস্তাফিজের ক্র‍্যাম্প হয়েছে। আশা করছি রিকভার করবে, ম্যাচেও নামতে পারে যেহেতু আরও অনেক সময় বাকি। পানি খাচ্ছে প্রচুর পরিমাণে, বরফ দেওয়া হচ্ছে।

সৌম্য এখনও ড্রেসিংরুমে আছে। স্ক্যানের প্রয়োজন হলে তাকে হাসপাতালে পাঠানো হবে।”


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন