ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাড়ে ৫ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল‌ যোগাযোগ

IMG
19 March 2024, 4:41 AM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশ‌ন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি ব‌গির চার‌টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্বাভাবিক হয় রেল চলাচল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশ‌নের মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌ স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন