ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

অবন্তিকার আত্মহত্যা: কারাগারে দ্বীন ইসলাম

IMG
19 March 2024, 3:18 PM

শাকিল মোল্লা, কুমিল্লা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম একদিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে একদিনের রিমান্ড শেষে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনা হয়। আদালতের বিচারক মোঃ আবু বকর সিদ্দিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দু'দিন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, রোববার (১৭ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে থেকে তাদের গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল। শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন