ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সুপার-লার্জ রকেট লঞ্চার শুটিং প্রশিক্ষণে কিম জং উনের নির্দেশনা

IMG
19 March 2024, 10:20 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান কিম জং উন পশ্চিম অঞ্চলের আর্টিলারি সৈন্যদের সুপার-লার্জ রকেট লঞ্চার প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন। আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

খবর অনুযায়ী, দেশটির আর্টিলারি সৈন্যরা এই প্রথমবারের মতো পুরো ইউনিট ৬০০ মিলিমিটার ক্যালিবার-বিশিষ্ট এই সুপার-লার্জ রকেট লঞ্চার ব্যবহার করে সালভো প্রশিক্ষণ পরিচালনা করেছে।

প্রতিবেদনে আরও লেখা হয়েছে, কিম জং উন বলেছেন যে, তিনি সশস্ত্র সংঘাত এবং যুদ্ধের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে একটি শক্তি হিসাবে অপ্রতিরোধ্য সামরিক শক্তি ব্যবহার করবেন। তিনি জোর দিয়ে বলেছেন যে এই সুপার-লার্জ রকেট লঞ্চারটি যুদ্ধের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটিকে কেন্দ্র করে আর্টিলারির আধুনিকীকরণ জোরালোভাবে চালিয়ে যেতে বলেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন