ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সুইডেনের বিপক্ষে স্কোয়াডে জায়গা হলো না রোনালদোর

IMG
21 March 2024, 12:42 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি বল পায়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্লাব ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোলের দেখাও। এমন ছন্দে থাকার পরও সুইডেনের বিপক্ষে পর্তুগালের আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেন না তিনি।

তাকে বাদ দিয়েই সাজানো হয়েছে এই ম্যাচের স্কোয়াড। আগামীকাল বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাটিতে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচের জন্য শুরুতে ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলের কোচ রবার্তো মার্টিনেজ। সেসময় ছিল দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। তবে শুধু রোনালদো না, পর্তুগালের আরো কয়েক জন তারকাও খেলবেন না এই ম্যাচে। তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।

মূলত, বিশ্রাম দিতেই সুইডেনের বিপক্ষের ম্যাচে তাদের রাখা হয়নি। এ বিষয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। এদিকে ক্লাব ফুটবলগুলোর আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরু হওয়ার পর থেকে পরিবার নিয়ে ভ্রমণ করে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন