ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বুকে বসলো পেসমেকার, কেমন আছেন সব্যসাচী চক্রবর্তী?

IMG
21 March 2024, 6:59 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বুধবার সকালে হঠাৎ করেই সামনে আসে ভারতের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার কথা। জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যাথা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ফেলুদা’। শনিবার রাতে ধুমধাম করে নাতি ধীরের জন্মদিন পালন করেছেন বেণুদা। হঠাৎ হলোটা কি তাঁর? অবশেষে তাঁর স্বাস্থ্য নিয়ে সামনে এলো আপডেট।

পরিবারের পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে মুখে কুলুপ। ৬৭ বছর বয়সী অভিনেতার হাসপাতালে ভর্তির খবর মেনে নিলেও বেশি কিছু বলতে নারাজ স্ত্রী মিঠু চক্রবর্তী। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেতার। চিকিৎসকরা দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। আপতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ‘বোম্বাইয়ের বোম্বেটে’র ফেলুদাকে। আজ বৃহস্পতিবার চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ধীরের মুখে ভাতের অনুষ্ঠানের যাবতীয় তদারকির ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা। নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অথচ নাতির অন্নপ্রাশন মিটতে না মিটতেই তাঁর অসুস্থতার খবরে চিন্তিত টলিপাড়া।

গত বছর বাংলাদেশে উপস্থিত হয়ে সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেতা বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকি জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ পরে অভিনেতা জানান, তাঁর মন্তব্যের ভুল বাখ্যা হয়েছে।

তিনি পরবর্তীতে বলেন, 'আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে, আমি আমার কবে পর্দায় ফিরবো। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কিনা আমি 'তাহলে তাই' বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।'

বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত নাম সব্যসাচী চক্রবর্তী, বলিউডেও কাজ করেছেন নিয়মিত। আগামীতে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানি ছবিতে দেখা মিলবে সব্যসাচীর, এই ছবিতে থাকছেন তাঁর ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও। সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর দুই ছেলে গৌরব ও অর্জুন। বাবা-মা'র পদচিহ্ন অনুসরণ করে দু'জনেই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন