ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন

IMG
22 March 2024, 3:49 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ডেমরায় একটি ভবনে কাপড়ের গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছেন। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাড়ছে আগুনের তীব্রতা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। রাত সোয়া ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আশেপাশে পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। সেই সঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা একটি ভবনের তিন তলায় কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়ে। পরে আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও চতুর্থ তলায়ও। ক্রমেই বেড়েছে আগুনের তীব্রতা। প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়। তবে অগ্নিকাণ্ড ব্যাপক আকার ধারণ করায় যোগ দেয় আরও ৬টি ইউনিট।

ধারণা করা হচ্ছে, ভবনটির ভেতরে দাহ্য পদার্থ থাকতে পারে। কারণ, ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে অন্যদিকে আবারও দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় পৌনে ১২টায়। পরে আরও ৬টি ইউনিট পাঠানো হয়। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন